• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩০

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৮
পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে একটি যাত্রীবাহী বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষে মারা গেছেন অন্তত ৩০ জন। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। এদের অনেকের অবস্থাই গুরুত্বর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার রাতে সিন্ধুর সুক্কুর জেলার রোহরি রেল স্টেশনের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, স্টেশনের কাছে কান্ধরা রেল ক্রসিং অতিক্রম করছিল পাঞ্জাবগামী একটি বাস। ওই সময় করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়।

এতে দুমড়ে-মুচড়ে প্রায় ২শ’ ফুট দূরে ছিটকে পড়ে বাসটি। সংঘর্ষের তীব্রতা এতোই বেশি ছিল যে, বাসটি তিন টুকরা হয়ে ভেঙে যায়।

হতাহতদের সবাই বাসযাত্রী। আহতদের রোহরি ও শুক্কুর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • পাকিস্তান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh