• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এরশাদের মৃত্যুতে পাকিস্তানের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৯, ১৭:৫০
এরশাদ, পাকিস্তান
ছবি: রেডিও পাকিস্তান

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সালের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানায় রেডিও পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতিটিতে বলেন, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল প্রেসিডেন্ট এরশাদের শাসনামল এবং চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টিতে তার ভূমিকা।

তিনি বলেন, সার্কের সদস্য দেশগুলোর প্রতিষ্ঠা সম্মেলন আয়োজনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশের এই সাবেক প্রেসিডেন্ট।

মোহাম্মদ ফয়সাল বলেন, আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক।

উল্লেখ্য, গত রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই সাবেক প্রেসিডেন্টের মৃত্যু হয়। তিনি রক্তে হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ এবং কিডনির জটিলতায় ভুগছিলেন।

রংপুরে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ ( জি এম) কাদের।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • পাকিস্তান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh