• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে এক কাপ চা বিক্রি হচ্ছে ৪০ রুপি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২১, ১৮:০৩
চা কাপ

অর্থনৈতিক বিশ্লেষণের মূল হাতিয়ার হচ্ছে চাহিদা ও যোগান। চাহিদা ও যোগান দ্বারা বাজার ব্যবস্থার কার্যকলাপ নির্ধারণ হয়। কিন্তু পাকিস্তানে পর্যাপ্ত গ্যাস, চিনি ও চায়ের মজুদ না থাকায় দাম বেড়েছে। এতে ক্যাফেটেরিয়া ও রেস্তোরাঁতে এক কাপ চা ৪০ রুপিতে বিক্রি হচ্ছে।

পাকিস্তানি গণমাধ্যম ডন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে একজন দোকানদারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে- খুচরা চা, টি-ব্যাগ, দুধ, চিনি ও গ্যাসের দাম ৩৫ শতাংশ বেড়েছে। তাই প্রতি কাপ চায়ের দাম ৩০ রুপি থেকে বাড়িয়ে ৪০ রুপি করা হয়েছে।

ওই চা দোকানি বলেন, সব ধরনের উপকরণের দাম বাড়ায় চায়ের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প পথ নেই।

তিনি বলেন, এক লিটার দুধ ১০৫ থেকে বেড়ে ১২০ রুপি হয়েছে। খোলা চা-পাতার দাম কেজিতে ৮০০ থেকে বেড়ে ৯০০ রুপি হয়েছে। গ্যাস সিলিন্ডারের দাম দ্বিগুণ হয়েছে।

এই চা দোকানি জানান, আমাদের উপার্জন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দাম বাড়ানো ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই।

আবদুল আজিজ নামের আরেকজন বলেন, একদিনে আমাদের সর্বমোট ২ হাজার ৬০০ রুপি বিক্রি হচ্ছে। এরপর লাভ হিসাব করতে গিয়ে দেখি ১৫ রুপি হাতে আছে। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, লাভের জন্য ব্যবসা করি। কিন্তু পরিস্থিতি এখন এমন যে এক কাপ চায়ের দাম বাড়ানো ছাড়া তাদের কোনো উপায় ছিল না।

এফএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • পাকিস্তান এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh