Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২২ অক্টোবর ২০২১, ৭ কার্তিক ১৪২৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২১, ২১:০৮
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:২২

মুহূর্তেই যেভাবে ধসে পড়ল বহুতল ভবনটি (ভিডিও)

মুহূর্তেই যেভাবে ধসে পড়ল বহুতল ভবনটি (ভিডিও)

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়েছে একটি বহুতল ভবন। মুহূর্তেই চারতলা ওই ভবনটি ধসে পাশের একটি ভবনের ওপর পড়ে যায়। ঘটনার সময়ে ধারণ করা ভিডিওতে এমন দৃশ্যই উঠে এসেছে।ধসে পড়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর কামালা নগর আবসিক এলাকায়। বুধবার (১৩ অক্টোবর)ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তবে ঝুঁকিপূর্ণ ওই আবাসিক ভবনটি আগেই হেলে পড়ায় ওই ভবন ও আশেপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা উপস্থিত রয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এর পেছনে ভারি বর্ষণ ও ভবনগুলোর নাজুক নির্মাণ কাঠামোকে দায়ী করেছে সংশ্লিষ্টরা।

বেঙ্গালুরু পৌরসভা কর্তৃপক্ষ ওই ভবনসহ আরও ২৬টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

গত সোমবারে ভারি বৃষ্টিপাতের ফলে বেঙ্গালুরুতে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের কারণে বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে।

সূত্র: এনডিটিভি

এমএন

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS