• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে নদী ও লেকের পানিতে করোনা: গবেষক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২১, ২৩:২৫
সাবরমতী নদীতে করোনা পাওয়ার কথা জানিয়েছে আইআইটি

ভারতে নদী ও লেকের পানিতে করোনাভাইরাসের অস্তিত্ব পেয়েছেন এক দল গবেষক। দেশটির গুজরাট রাজ্যের সাবরমতী নদী ও দুইটি লেকের পানিতে করোনার অস্তিত্ব পায় ভারতীয় প্রতিষ্ঠান আইআইটি-গান্ধীনগরের গবেষকদের পরিচালিত এক গবেষণায়।

পানিতে থাকা ভাইরাসগুলো জীবিত নাকি মৃত সেই বিষয়ে কিছু জানানো হয়নি। ইউনিসেফের অর্থায়নে গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন প্রফেসর মনিশ কুমার সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে বিপর্যয় এড়াতে আরও গবেষণার প্রয়োজন। সূত্র: ইন্ডিয়া টুডে

নদী ও লেকের পানিতে ভাইরাসের উপস্থিতি পাওয়ার পর এসব পানির নমুনা আরও পরীক্ষা করে দেখতে গুজরাটের বায়োটেকনোলোজি রিসার্চ সেন্টারে (জিবিআরসি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (এএমসি)।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ভারত এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে যেসব রঙের পোশাকে স্বস্তি মিলবে
কোয়ান্টাম ফিজিক্সে অভূতপূর্ব সাফল্য পেলেন বাংলাদেশি গবেষক
চাঁপাইনবাবগঞ্জে ৫ গুণিশিল্পী, গবেষক ও সংগঠনকে সম্মাননা 
সুস্থ থাকতে প্রতিদিন কতবার আলিঙ্গন করবেন, জানালেন গবেষকরা
X
Fresh