• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতের পাশে দাঁড়াতে চীনের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

  ৩০ এপ্রিল ২০২১, ২৩:১৪
ভারতের পাশে দাঁড়াতে চীনের বার্তা

ভারত ও চীনের মধ্যে সীমান্ত এলাকায় বিরোধ লাগলেও করোনা মহামারি এ ভয়াবহ পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে চায় চীন। সেজন্য শুক্রবার (৩০ এপ্রিল) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা পাঠিয়েছেন। বার্তায় ভারতে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সহযোগিতা করতে ইচ্ছা প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট।

বার্তা পাঠানোর বিষয়টি শুক্রবার (৩০ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি নিশ্চিত করেছেন। চীনে উৎপাদিত করোনা সংক্রমণ বিরোধী যন্ত্রপাতি ভারতে দ্রুত প্রবেশ করছে বলেও জানান তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দেয়া বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, মহামারির এই পরিস্থিতিতে ভারতকে আন্তরিক সমবেদনা জানাচ্ছে চীন। করোনা মোকাবিলায় আন্তর্জাতিক সংহতি ও সমন্বয় প্রয়োজন।

এফএ/পি

মন্তব্য করুন

daraz
  • ভারত এর পাঠক প্রিয়
X
Fresh