Mir cement
logo
  • ঢাকা সোমবার, ০২ আগস্ট ২০২১, ১৮ শ্রাবণ ১৪২৮

কাভার্ড ভ্যানে সার্বিয়া সীমান্ত পাড়ির চেষ্টাকালে আটক ২০ বাংলাদেশি

কাভার্ড ভ্যানে সার্বিয়া সীমান্ত পাড়ি

সার্বিয়া সীমান্তবর্তী উত্তরের শহর কুমানোভোতে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২০ বাংলাদেশিকে আটক করেছে নর্থ মেসিডোনিয়া পুলিশ৷ এ ঘটনায় ৪৪ বছর বয়সী মেসিডোনিয়ান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার৷

শনিবার নর্থ মেসিডোনিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কুমানোভোতে নিয়মিত টহলের অংশ হিসেবেই যানটিতে তল্লাশি চালানো হয়৷ কাভার্ড ভ্যানের ভিতরে গাদাগাদি করে থাকা ২০ জনের খোঁজ পান তারা, যাদের সবাই বাংলাদেশি৷ আটককৃতদের মধ্যে ৯ জন অপ্রাপ্তবয়স্ক৷ অপ্রাপ্তবয়স্করা একা নাকি অভিভাবকদের সঙ্গে এসেছেন সে বিষয়ে আলাদাভাবে খোঁজ খবর নেয়া হচ্ছে৷

পুলিশের ধারণা অভিবাসীরা গ্রিস থেকে নর্থ মেসিডোনিয়ায় এসেছেন৷ তাদেরকে আবার গ্রিসে ফেরত পাঠানোর জন্য গেভগেলিয়া আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে৷

স্লোভেনিয়া সীমান্তের কাছে পৃথক আরেক অভিযানে পণ্যবাহী যানে লুকিয়ে থাকা ৬২ জনকে আটক করেছে পুলিশ৷ আটককৃতদের মধ্যে ৪৬ জন পাকিস্তানের নাগরিক৷

আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে সীমান্ত বন্ধ ও চলাচল নিয়ন্ত্রণ সত্ত্বেও বলকান অঞ্চলে এখনও মানব পাচার গ্যাংগুলো সক্রিয়৷ গ্রিস থেকে ইউরোপের ধনী দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীরা নর্থ মেসিডোনিয়াকে তাদের ট্রানজিট পথ হিসেবে ব্যবহার করে আসছে৷ গত আট বছরে কয়েক লাখ অভিবাসী এই পথে পাড়ি জমিয়েছেন৷

এসজে/ এফএ

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS