• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

তেহরানে সাময়িকভাবে বিমান বন্ধ করল লুফৎহানসা

ডয়েচে ভেলে

  ১২ এপ্রিল ২০২৪, ১৭:৩৭
লুফৎহানসা
সংগৃহীত

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জার্মান বিমানসংস্থা লুফৎহানসা তেহরানে সাময়িকভাবে বিমান না চালানোর সিদ্ধান্ত নিলো।

বুধবার লুফৎহানসার পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান অবস্থার জন্য বৃহস্পতিবার পর্যন্ত তেহরানে বিমান চালাবে না তারা। ইরানের একটি সংবাদসংস্থা এর মধ্যে জানায়, তেহরানের ওপর আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। সামরিক মহড়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই খবর নিয়ে হইচই পড়ে যায়। পরে তারা ওই রিপোর্ট সরিয়ে নেয় এবং জানায়, তারা এ রকম কোনো খবর দিতে চায়নি। লুফৎহাসনা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তেহরানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা সিরিয়ায় ইরানের কনসুলেটের ওপর ইসরায়েল আক্রমণ চালিয়েছিল। তারপর ইরান প্রত্যাঘাত করতে পারে মনে করে অ্যামেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলি অত্যন্ত সতর্ক।

এই ধরনের আক্রমণ হলে তারা কী করবে, সে ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে ও প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই বলেছেন, ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আক্রান্ত হলে ইসরায়েল উপযুক্ত জবাব দেবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে বিমানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সর্তক করল কর্তৃপক্ষ
বিশ্বের বৃহত্তম বিমানবন্দরে বছরে চলাচল করতে পারবে ২৬ কোটি যাত্রী
এসএসসি পাসে চাকরি দেবে ইউএস-বাংলা, কাজ বিমানবন্দরে 
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
X
Fresh