• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েল-ফিলিস্তিনি ইস্যুতে জরুরি বৈঠকে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ২০:৩০
ইসরায়েল-ফিলিস্তিনি ইস্যুতে জরুরি বৈঠকে ইইউ

ঈদুল ফিতরের দিন থেকে ইসরায়েলি সাময়িক বাহিনী নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে যাচ্ছে। ইতোমধ্যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ১৮১ জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘর্ষের ইস্যুতে জরুরি ভার্চুয়াল সভায় বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা।

রোববার (১৬ মে) টুইট বার্তায় ব্লকের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বৈঠকে বসার বিষয়টি জানিয়েছেন।

টুইট বার্তায় জোসেফ বোরেল লেখেন, ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘর্ষের বিষয়ে গত মঙ্গলবার (১১ মে) ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের একটি ভার্চুয়াল সভার আহ্বান জানায়। ইইউ কিভাবে চলমান সহিংসতা থামানোর জন্য সর্বোত্তম চেষ্টা করবে, তা নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, এক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৫২ জন শিশু। আহত হয়েছে হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অন্তত ১৩ জনকে হত্যা করেছে। আর গাজা থেকে ছোড়া রকেট হামলায় ২ শিশুসহ মারা গেছে অন্তত ১০ ইসরায়েলি।

এফএ

মন্তব্য করুন

daraz
  • এশিয়া এর পাঠক প্রিয়
X
Fresh