• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

এবার যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করল চীন

আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২০, ১১:২৭
usa
ফাইল ছবি

চীনের শিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু শহরে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন বন্ধের ঘোষণার একদিন পরেই পাল্টা এ ব্যবস্থা নিল চীন।

আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণলায় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের নেয়া অযৌক্তিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় চেংদুতে কনস্যুলেট বন্ধের এমন সিদ্ধান্ত আইনসঙ্গত। তবে যুক্তরাষ্ট্র এখনও এর আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।

চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের করোনা ভ্যাকসিনের গবেষণা চুরির অভিযোগ নিয়ে নতুন এই উত্তেজনা দেখা দিয়েছে বিশ্বের বৃহৎ সামরিক শক্তিধর দুদেশের মধ্যে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, চেংদুতে মার্কিন কনস্যুলেট জেনারেলের সব ধরনের কার্যক্রম ও প্রক্রিয়ার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চীন।

সেই সঙ্গে কনস্যুলেটটির সব ধরনের বাণিজ্য এবং অন্যান্য কর্মকাণ্ডের সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ তোলে, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করছে। হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার জন্য দুজন চীনা নাগরিককে অভিযুক্ত করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh