logo
  • ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩২ জন, আক্রান্ত ২৬১১ জন, সুস্থ হয়েছেন ১০২০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাস: প্রথমবারের মতো মৃত্যুহীন একটি দিন দেখলো নিউইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ
|  ১৪ জুলাই ২০২০, ২২:০৬ | আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:১৮
New York City reports no coronavirus deaths in 24-hour period for the first time says mayor,
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র বিল ডে ব্লাসিও সোমবার বলেছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। শহরটিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এই প্রথম মৃত্যুহীন একটি দিন পার করলো নিউইয়র্ক। খবর সিএনএনের।

ডি ব্লাসিও এক সংবাদ সম্মেলনে বলেন, কয়েক মাসের পর এই প্রথম ২৪ ঘণ্টা পর্যন্ত শহরে কেউ করোনাভাইরাসে মারা যায়নি; এটা বড় এবং উদ্বেলিত করার মতো বিষয়। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি, আমরা এমন আরও দিন চাই।

তবে এমন ভালো খবরের পাশাপাশি শহরে উদ্বেগজনক হারে আক্রান্ত হচ্ছে তরুণ-তরুণী। ২০-র কোঠায় বয়সের তরুণ-তরুণী এই আক্রান্ত হওয়ার ট্রেন্ডকে ‘উদ্বেগজনক’ বলেও মন্তব্য করেছেন তিনি।

নিউইয়র্ক শহরের মেয়র বলেন, তারা আরও বেশি করে টেস্ট করবেন, মানুষের কাছে পৌঁছানোর মতো কর্মসূচি নেবেন এবং মাস্ক বিতরণ করবেন। এছাড়া মাস্ক পরার ক্ষেত্রে নতুন নির্দেশনাও জারি করছে শহর কর্তৃপক্ষ। ডি ব্লাসিও বলেন, যত বেশি সময় সম্ভব মাস্ক পরা উচিত নিউইয়র্কবাসীদের। অন্যের বাড়িতে গেলে ইন্ডোর সেটিংয়েও মানুষজনের মাস্ক পরা উচিত।

তিনি আরও বলেন, ব্রঙ্কস, কুইন্স ও ব্রুকলিনে ১০টি নতুন টেস্টিং সাইট স্থাপন করা হয়েছে। ডি ব্লাসিও বলেন, আমাদের কেন্দ্রীয় সরকার শুরু থেকেই কম টেস্ট করেছে, এখনও সে ধারাই অব্যাহত রয়েছে; কিন্তু এখন তাদের টেস্টের সংখ্যা বাড়ানো দরকার।

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৫১১৩ ১৪৬৬০৪ ৩৩৬৫
বিশ্ব ১৯৫৬১৩৯৫ ১২৫৫৮০৫০ ৭২৪৩৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়