• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় প্রাণ হারিয়েছে ৫ লাখ ৫২ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২০, ১০:২২
coronavirus
ছবি-সংগৃহীত

করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে ৫ লাখ ৫২ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২১ লাখ ৬৭ হাজার।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের আপডেট অনুযায়ী, এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০ লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে বুধবার রেকর্ডসংখ্যক ৬১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৮৯০ জনের।

সংক্রমণে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস রাজ্যের অবস্থা খারাপের দিকে। ব্রাজিলে গেলো ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪১ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার জনের।

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট বলসোনারোর সাক্ষাতকার নেয়ার সময় স্বাস্থ্যবিধি না মানায় তিন সম্প্রচার সাংবাদিককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ভারতে গেলো ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছে ২৫ হাজারের বেশি মানুষ।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফা লকডাউন চলছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। নিয়মকানুন মানতে বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা।
করোনার দাপট বেড়ে যাওয়ায় পুনরায় লকডাউন জারির প্রতিবাদে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে হাজারো মানুষ বিক্ষোভ করেছে।

বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর চালায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh