spark
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০, ১ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৯ জন, আক্রান্ত ২৭৩৩ জন, সুস্থ হয়েছেন ১৯৪০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৬ জুন ২০২০, ২৩:৪২ | আপডেট : ০৬ জুন ২০২০, ২৩:৫৮
joe biden
জো বাইডেন
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়তে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন জো বাইডেন। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সিনেটর দলটির প্রার্থী হতে প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন।

শনিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ডেমস খ্যাত এই দলটির পক্ষ থেকে।

এদিকে বাইডেনের প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা সিএনএন জানায়, ডেমোক্র্যাট প্রার্থী হতে তার দরকার ছিল ১ হাজার ৯৯১ ডেলিগেট বা প্রতিনিধির সমর্থন।

গেল সপ্তাহে ডিসট্রিক্ট অব কলম্বিয়া এবং ৭টি অঙ্গরাজ্যের প্রাইমারি শেষে ১ হাজার ৯৯৫ ডেলিগেটের সমর্থন নিশ্চিত করেছেন ৭৭ বছর বয়সী বাইডেন।

এখন দলীয় কনভেনশনের জন্য অপেক্ষা করতে হবে বাইডেনকে। ডেমোক্র্যাটদের এই কনভেনশনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।

গেল এপ্রিলে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এতে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে একক প্রার্থী হন বাইডেন।

বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জো বাইডেন।

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৯৬৩২৩ ১০৬৯৬৩ ২৪৯৬
বিশ্ব ১৩৭১২৩৩৬ ৮১৬৮৯৩৯ ৫৮৭২০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়