• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে কনটেনমেন্ট জোনে লকডাউন বাড়ল আরো এক মাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০২০, ২১:৫৭
In India, lockdown in containment zones increased by one month
ভারতে কনটেনমেন্ট জোনে লকডাউন বাড়ল এক মাস

ভারতে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হবে রোববার (৩১ মে)। তবে শনিবার কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, কনটেনমেন্ট জোনগুলোতে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন জারি থাকছে। তবে কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা এলাকায় ধাপে ধাপে লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবর আনন্দবাজারের।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে— কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি সব এলাকায় ধাপে ধাপে খুলে দেওয়া হবে সব কিছু।

এবার লকডউনের মধ্যে বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৮ জুন থেকে ভারতে সব রাজ্যে খুলবে উপাসনালয়। কনটেনমেন্ট এলাকা ছাড়া খুলবে হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল ও বার। তবে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে।

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় আট হাজার। দেশটিতে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন। সুস্থ হয়েছেন ৮২,৩৭০ জন। মৃত্যু হয়েছে মোট ৪,৯৭১ জনের।
পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ দিনেও দস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি
বাংলাদেশের জন্য পেঁয়াজ কিনছে ভারত
‘শেখ মুজিব কেবল বাংলাদেশের বন্ধু নন, তিনি ভারতেরও বন্ধু’
বাংলাদেশি জাহাজ উদ্ধারে অভিযান চালাবে ভারতীয় নৌবাহিনী
X
Fresh