• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

কারফিউতে পালিত হচ্ছে সৌদির ঈদ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০২০, ১০:১৬
eid-al-fitr-prayers
সীমিত আকারে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদুল হারামে

৫ দিনের কারফিউ চলাকালে রোববার ঈদ পালন করছে সৌদি আরব। করোনাভাইরাসের প্রকোপ রোধে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছিল সৌদি সরকার।

রোববার মসজিদুল হারাম ও মসজিদুল নববীতে আদায় করা হয়েছে ঈদুল ফিতরের জামাত।

মসজিদে হারামের ঈদ জামাতের ইমাম ছিলেন খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। অন্যদিকে মদিনায় ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন খতিব শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।

এর আগে দুই মসজিদের প্রেসিডেন্ট শেখ ডা. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ পবিত্র দুই মসজিদে ঈদের নামাজের অনুমতি দিয়েছেন।

করোনার সংক্রমণ ঠেকাতে হেরেম শরীফ ও মসজিদে নববী ছাড়া পুরো সৌদি আরবের সব মসজিদের নামাজ আদায় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। জনগণকে এ বছর ঘরেই ঈদের নামাজ আদায়ের আহ্বান জানানো হয়।

কারফিউ চলাকালে সৌদির বিভিন্ন শহরে ওষুধের দোকান, সুপার মার্কেট ও ফিলিং স্টেশন খোলা রয়েছে। সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে এগুলো। তবে কারণ ছাড়া বের হলে গুণতে হবে বড় জরিমানা। সব মিলিয়ে ভিন্নরকম এক ঈদ পালন করছে দেশটিতে বসবাসকারীরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের ৩ সপ্তাহ পর প্রেক্ষাগৃহে নতুন ২ সিনেমা
নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন 
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
X
Fresh