• ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
logo

ভুল ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ১৯ নৌসেনা নিহত, ব্যাখ্যা দিল সরকার  

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মে ২০২০, ১৪:১২
The government explained that 19 Iranian naval personnel were killed in the wrong missile attack
ফাইল ছবি

ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে মিসাইল পরীক্ষার সময় ভুলে নিজেদের জাহাজেই আক্রমণ করলে ১৯ নাবিক নিহত ও আরও ১৫ জন আহত হয়।

রোববার (১২ মে) হরমুজ প্রণালীর কাছে এই দুর্ঘটনা ঘটে।

রয়টার্স জানায় ইরানের নৌবাহিনীর রণতরী জামারান থেকে নতুন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছিল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে তা নিজেদের কোনারাক নামের নৌবাহিনীরই একটি লাইটার জাহাজে আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে।

তবে ইরান সরকার তার ব্যাখ্যায় জানিয়েছে, নৌবাহিনীর একটি লজিস্টিক জাহাজ দুর্ঘটনায় পড়লে ১৯ জন নৌসেনা নিহত ও ১৫ জন আহত হয়। জাস্ক ও চবাহর বন্দরের কাছাকাছি এলাকায় নৌ বাহিনীর প্রশিক্ষণ তৎপরতা চলার সময় ওই দুর্ঘটনা ঘটে।

ইরানের নৌ ইউনিটের জনসংযোগ বিভাগ থেকে আরও জানানো হয়, আহত ১৫ সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই ভালো আছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনা কবলিত 'কেনারাক' নামের জাহাজটির যান্ত্রিক ও কারিগরী দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh