• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত হতে পারে ১০০ কোটি মানুষ: আইআরসি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ এপ্রিল ২০২০, ১০:৪৮
One billion could become infected worldwide in Coronavirus says IRC
সংগৃহীত

ঝুঁকিতে থাকা দেশগুলোকে দ্রুত সহায়তা না দিলে বিশ্বের ১০০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এমনভাবেই সতর্ক করে দিয়েছে। খবর বিবিসির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ডেটার ভিত্তিতে করা একটি প্রতিবেদনে এমন কথা জানিয়েছে আইআরসি। ওই রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে ৫০ কোটি থেকে ১০০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হবে।

সংস্থাটি বলছে, বৈশ্বিকভাবে করোনার বিস্তার রোধে আর্থিক ও মানবিক সহায়তা প্রয়োজন। তারা বলছে, বড় ধরনের প্রাদুর্ভাব এড়াতে আফগানিস্তান ও সিরিয়ার মতো ‘ভঙ্গুর দেশগুলোর’ জন্য ‘জরুরি অর্থ সহায়তা’ প্রয়োজন। হাতে খুব বেশি সময় নেই বলেও সতর্ক করে দিয়েছে আইআরসি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে ৩০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে দুই লাখের বেশি মানুষ।

আইআরসি বলছে, করোনার কারণে সংঘাতপূর্ণ ও অস্থিতিশীল দেশগুলোতে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে। সংস্থাটির প্রধান ডেভিড মিলিব্যান্ড বলেন, এই সংখ্যা একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করা উচিত।

তিনি বলেন, এই মহামারিটির পুরো ধ্বংসাত্মক এবং অপ্রতিরোধ্য ক্ষতি এখনও বিশ্বের সবচেয়ে ভঙ্গুর ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে অনুভূত হয়নি। তাই সামনের সারির প্রচেষ্টাগুলোর জন্য দাতাদের জরুরি পর্যায়ে সহনীয় অর্থ সহায়তা করাই এখন গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh