• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাসে মৃত্যু

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বললো বাংলাদেশি ডাক্তারের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ২১:০১
Bangladeshi doctor son asked British Heath Minister to ask forgiveness over his father's death in coronavirus
সংগৃহীত

ব্রিটেনে করোনাভাইরাসে বাংলাদেশি একজন চিকিৎসকের মৃত্যুর প্রায় তিন সপ্তাহ পর তার ছেলে সরকারের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন। ১৮ বছর বয়সী ইনতিসার চৌধুরী বিবিসিকে বলেছেন, ক্ষমা চাইলে সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

তার বাবা আব্দুল মাবুদ চৌধুরী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বা এনএইচসের একজন চিকিৎসক ছিলেন এবং এপ্রিলের প্রথম সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে মারা যান।

ব্রিটেনে সরকারি হিসেবে অন্তত ৮২ জন এনএইচএস কর্মী ও ১৬ জন কেয়ার ওয়ার্কার করোনাভাইরাসে মারা গেছেন। ডা. আব্দুল মাবুদ চৌধুরী তার মৃত্যুর আগে স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পিপিইর অভাবের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বর্তমান সঙ্কটে ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইন কর্মীদের কাজের প্রশংসা করে বলেছেন, সমস্যার সমাধানে তারা সর্বক্ষণ কাজ করে চলেছেন। ইনতিসার চৌধুরী বলেন, ভাইরাসটি মোকাবিলা করতে গিয়ে যেসব ভুল হয়েছে তা স্বীকার করুন। এটা কোনও দোষ স্বীকার নয়। এতে আপনি আরও বেশি মানবিক হয়ে উঠবেন।

তিনি বলেন, আজকের সংবাদ সম্মেলনে আপনি কি দয়া করে আমার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন? এর জবাবে হ্যানকক বলেছেন, ফ্রন্টলাইনে যারা কাজ করছেন পরিস্থিতি উন্নয়নে তাদের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১১ মে)
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫২ অভিবাসী আটক
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১০ মে)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৯ মে)
X
Fresh