• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বেত্রাঘাতের সাজা নিষিদ্ধ করেছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ এপ্রিল ২০২০, ১৩:২২
Saudi Arabia bans flogging as criminal punishment
সংগৃহীত

অপরাধীদের সাজা হিসেবে বেত্রাঘাতের সাজা নিষিদ্ধ করেছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে সৌদির শীর্ষ আদালত এই পরিবর্তনের নির্দেশ দেন। খবর নিউইয়র্ক ডেইলি নিউজের।

রয়টার্স বলছে, বেত্রাঘাতের পরিবর্তে এখন থেকে কারাদণ্ড বা জরিমানার বিধান করা হয়েছে। সৌদি আরবের আইনি ব্যবস্থায় কোনও ধারা নেই, তাই বিচারকরা সাজা প্রদানের ক্ষেত্রে অনেকটাই ছাড় পান।

তবে বেত্রাঘাতের সাজা বাতিল হলেও, গুরুতর অপরাধের জন্য শিরশ্ছেদ এবং চুরির দায়ে হাত কেটে দেয়ার বিধান এখনও বলবৎ রয়েছে দেশটিতে।

মানবাধিকার সংস্থাগুলো বহুদিন ধরেই সৌদি আরবের বিচার ব্যবস্থার সমালোচনা করে আসছে। কেননা জনসম্মুখে মদ্যপানের মতো অপরাধের জন্যও সৌদি আরবে বেত্রাঘাতের সাজা দেয়া হতো।

তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিকে আধুনিকায়নের যে পদক্ষেপ নিয়েছেন, তার অংশ হিসেবেই বাতিল হলো এই বেত্রাঘাতের সাজা।

উল্লেখ্য, সৌদি আরবে অপরাধীদের বেত্রাঘাতের সাজা দেয়ার ঘটনাও নিয়মিতই দেখা যায়। সাইবার ক্রাইম ও ইসলাম অবমাননার শাস্তি হিসেবে ২০১৫ সালে সৌদি ব্লগার রাইফ বাদাউয়িকে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা দেয়া হয়। পরবর্তীতে যা আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পায়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁতারের পোশাকে সৌদি আরবে নারীদের ফ্যাশন শো (ভিডিও)
রোগীদের হজে যাওয়ার ক্ষেত্রে সৌদির নির্দেশনা
২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরা মানা
সৌদি পৌঁছেছেন ২৮ হাজারের বেশি হজযাত্রী
X
Fresh