• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

করোনার কারণে বরখাস্ত কিরগিজিস্তানে উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০২০, ১৮:০৩
Kyrgyz health minister, vice premier sacked over coronavirus response
সংগৃহীত

চলমান করোনাভাইরাস মহামারির মধ্যে ব্যর্থতার কারণে কিরগিজিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছে দেশটির প্রেসিডেন্ট সোরোনবাই জিনবেকোভ। অবশ্য গতকাল বুধবার নতুন একজন ভাইস প্রধানমন্ত্রী ও একজন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

প্রেসিডেন্টের প্রেস সার্ভিস জানিয়েছে, আইদা ইসমাইলোভা নতুন উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবিরজহান আব্দিকারিমোভ।

এর আগে কিরগিজ প্রধানমন্ত্রী মুখাম্মেদকালই আবিলগাজিয়েভের মনোনীত এই দুই প্রার্থীকে অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট।

আইদা ইসমাইলোভা বর্তমানে ডেপুটি অব দ্য পার্লামেন্ট হিসেবে দায়িত্বরত। আর সাবিরজহান আব্দিকারিমোভ আগে রিপাবলিকান সেন্টার ফর কোয়ারেন্টিন অ্যান্ড হাইলি ইনফেকশাস ইনফেকশন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ২৫ জানুয়ারি করোনাভাইরাস সংক্রমণ নিয়ে রিপাবলিকান সদরদপ্তরে যে সেল গঠন করা হয়েছে, নতুন এই দুই নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা সেটির সদস্য।

বুধবার জিনবেকোভ উপ-প্রধানমন্ত্রী আলতিনাই ওমুরবেকোভা ও স্বাস্থ্যমন্ত্রী কোসমোবেক চোলপোনবায়েকে অপসারণ করেন। প্রসঙ্গত, কিরগিজিস্তানে এখন পর্যন্ত ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিক যুগলকে মারধর, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩
১৫৩ রোহিঙ্গার ভুয়া জন্ম নিবন্ধন, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
জগন্নাথে ছাত্রীকে যৌন নিপীড়ন, আরেক শিক্ষক বরখাস্ত
X
Fresh