• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস মহামারির ভয়াবহতা লুকিয়েছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০২০, ১৬:৫৭
China hides coronavirus information says Trump
সংগৃহীত

মার্কিন এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে যে, ২০১৯ সালের শেষদিকে ছড়িয়ে পড়ার করোনাভাইরাস মহামারির ভয়াবহতা ইচ্ছাকৃতভাবে লুকিয়েছে চীন। ব্লুমবার্গ জানিয়েছে, হোয়াইট হাউজের জন্য এই রিপোর্ট তৈরি করেছিল গোয়েন্দারা। বুধবার প্রতিদিনকার ব্রিফিংয়ে গোয়েন্দাদের এই তথ্য মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, আমরা যা দেখেছি এবং যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে মনে হচ্ছে সংখ্যাটা অনেক কম। ফাঁস হয়ে যাওয়া এই গোয়েন্দা রিপোর্টের ব্যাপারে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, চীনে যে পরিমাণ আক্রান্ত ও মৃত্যু হয়েছে তা লুকিয়েছে চীন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের নম্বর সঠিক কিনা তা যদি বলতে হয়, তাহলে বলবো আমি চীনা কোনও অ্যাকাউন্টেন্ট নই।

চীন থেকে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাস মহামারিতে এখন পর্যন্ত ৮২ হাজার ৩৬১ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে তিন হাজার ৩১৬ জনের। বিপরীতে ইতালিতে ১৩ হাজারের বেশি এবং স্পেনে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। খোদ যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা দুই ১৫ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে সাড়ে চার হাজারের বেশি মানুষের। এমন পরিস্থিতি চীনের তথ্য লুকানোর বিষয়টি আবারও সামনে আসতে শুরু করেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারী বর্ষণে মহাসড়কে ধস, চীনে ২৪ প্রাণহানি
আদেশ লঙ্ঘনের দায়ে জরিমানা, কারাগারেও যেতে পারেন ট্রাম্প
প্রবৃদ্ধি অর্জনে চীন ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ
‘চীন থেকে আরও বেশি যন্ত্রপাতি আনা হবে’
X
Fresh