• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিউইয়র্কে করোনায় বাংলাদেশি ক্যাব চালকের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০২০, ১০:০৯
করোনাভাইরাস

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশি একেএম মনির উদ্দিন নামের ৬৩ বছরের একজন ক্যাব চালক। তিনি একই সঙ্গে নিউইয়র্কের একটি মসজিদে স্বেচ্ছায় মুয়াজ্জিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২৭ মার্চ শুক্রবার কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের পারিবারিক ঘনিষ্ঠজন বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান জানান, মনির জ্যাকসন হাইটসের খাবার বাড়ি সংলগ্ন মসজিদে স্বেচ্ছায় মাঝেমধ্যে আজান দিতেন। হলুদ ক্যাব চালিয়ে জীবন ধারণ করতেন।

গত ৫ দিন তিনি এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জানা যায়, গত ১৩ মার্চ জুম্মার দিনে শেষ আজান দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আমাদের অনেক ভাই করোনায় আক্রান্ত। এই মহামারি থেকে রক্ষা পেতে সবাই নিজ নিজ গৃহে থেকে ইবাদত করবো।’

নিউইয়র্কে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে ৯৩ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৩৮৫ জন। শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৫১৯ জন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh