• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোববার ভারতজুড়ে ১৪ ঘণ্টা ‘জনতা কারফিউ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০২০, ২১:৩৬
রোববার ভারতজুড়ে ১৪ ঘণ্টা ‘জনাতা কারফিউ’
ফাইল ছবি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে ‘জনতা কারফিউ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বৃহস্পতিবার উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কারফিউ জারির এ ঘোষণা দেন।

ভাষণে মোদি বলেন, রোববার থেকে দেশে ‘জনতা কারফিউ’ ঘোষণা করা হলো। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের প্রত্যেক নাগরিককে এই কারফিউ বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। ভারতে প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত ১৯৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন অন্তত চারজন।

করোনাভাইরাস মহামারির বিষয়ে মোদি বলেন, এই মুহূর্তে বিশাল সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের চেয়েও বেশি দেশ আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, প্রত্যেক ভারতীয় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন। কিন্তু গত কয়েকদিনে এটা মনে হয়েছে যে, আমরা এই সঙ্কটে আক্রান্ত হয়েছি। মহামারিতে আমরা এখনও নিরাপদ আছি এমন চিন্তা-ভাবনা করাটা ভুল। আমাদের প্রত্যেক ভারতীয়র সতর্ক হওয়া উচিত।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
শেখ হাসিনাকে  ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
X
Fresh