logo
  • ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০, ২০ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৩ হাজার ১৯৫ জন।গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯৫০, মোট ১০ হাজার, নতুন আক্রান্ত ৮ হাজারের বেশি: বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতে আক্রান্ত ২ হাজার ছুঁই ছুঁই, একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১, মোট মৃত্যু: এনডিটিভি। বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু, এই মৃত্যুর অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন: আইইডিসিআর। যুক্তরাজ্যে ১ দিনে শুধু বুধবার ৫৬২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৪৩২৪, মোট মৃতের সংখ্যা ২৩৫২, মোট আক্রান্ত ২৯৪৭৪ জন: এএফপি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি।

করোনায় আক্রান্ত হয়েছেন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৭ | আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৬
ইরাজ হারিরচি
ছবি সংগৃহীত

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা এ কথা জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

ইরানে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সবশেষ তথ্য জানাতেন হারিরচি। ইরানে নতুন করে তিনজন করোনায় মারা গেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করার পর হারিরচির এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো।

মঙ্গলবার ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে এখন পর্যন্ত ১৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলো।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, নতুন করে মৃত্যু হওয়াদের মধ্যে মধ্যাঞ্চলীয় মারকাজি প্রদেশের দুজন বয়স্ক নারী রয়েছেন। আরেকজন ব্যক্তির মৃত্যু হয়েছে উত্তরাঞ্চলীয় আলবোরজ প্রদেশে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর মঙ্গলবার বলেছেন, মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যা। তিনি জানান, এখন পর্যন্ত ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্তত ৩০টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। করোনাভাইরাসে বিশ্বজুড়ে অন্তত ২৭০০ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনেই প্রাণ গেছে অন্তত ২৬৬৩ জনের। আর বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৬ ২৬
বিশ্ব ১০১১৪৯০ ২১০১৮৬ ৫২৮৬৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়