• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

করোনা আতঙ্কে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে তিন দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৬
করোনা আতঙ্কে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে তিন দেশ

করোনাভাইরাসে ইরানে ৮ জনের মৃত্যু এবং ৪৩ জন সংক্রমিত হওয়ার পর আতঙ্কে প্রতিবেশী তিন দেশ আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করার পেছনে করোনার বিস্তার ও সংক্রমণ ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থার কথা জানিয়েছে দেশ তিনটি।

রোববার বিকাল ৫টা থেকে ইরানের সঙ্গে সকল ধরনের সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করার কথা জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা।

এদিকে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ (ওএনএসসি) রোববার ঘোষণা দিয়েছে, আজ থেকে ইরানের সঙ্গে সড়ক, রেল ও আকাশপথে সব ধরনের চলাচল বন্ধ থাকবে। এছাড়া দেশটি ইরান থেকে হাঁস-মুরগির মতো পণ্য আমদানি করবে না বলেও জানিয়েছে।

তুরস্ক-আফগানিস্তান ছাড়াও ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। রেডিও পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, ইরান সীমান্তে ট্রানজিট গেট এবং যৌথ বাজার বন্ধ ঘোষণার পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্য ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান সরকার। সীমান্তবর্তী এলাকার হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা ইরানের
ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের
আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা ৩৩০ ছাড়িয়েছে
আফগানিস্তানে আকস্মিক বন্যায় দুই শতাধিক নিহত: জাতিসংঘ
X
Fresh