• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬৮ জনে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৩
করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬৮ জনে
ফাইল ছবি

চীনে করোনাভাইরাসে সোমবার আরও ৯৮ জন মারা গেছেন। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা ১৮৬৮ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৪৩৬ জন। এর মধ্যে হুবেই প্রদেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার সকালে দেশটির হেলথ কমিশনের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

সোমবার হুবেই প্রদেশে মারা যান ৯৩ জন। দেশের অন্য অঞ্চলে মারা যান আরও ৫ জন।

এ দিকে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক সমীক্ষা বলছে, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করোনাভাইরাসের শিকার হয়েছে ৩ হাজার ১৯ স্বাস্থ্যকর্মী। তবে পরের সাত দিনের তথ্য এই সংস্থার হাতে নেই।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চীনের উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং। এরইমধ্যে ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে হুবেই কর্তৃপক্ষ আরও কঠিন পদক্ষেপ ঘোষণা করেছে। সব ধরনের ব্যক্তিগত যানবাহনের জন্য প্রদেশের শহরগুলোর সড়ক বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনও প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh