• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চীনে জন্মের একদিন পরেই করোনাভাইরাসে শিশু আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৭
চীনে জন্মের একদিন পরেই করোনাভাইরাসে শিশু আক্রান্ত

জন্মের মাত্র ৩০ ঘণ্টা পরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক নবজাতক শিশু। গত ২ ফেব্রুয়ারি চীনের উহানের একটি হাসপাতালে জন্ম নেয় শিশুটি।

চীনের কর্মকর্তারা বলছেন, ওই শিশুটি এ পর্যন্ত সবচেয়ে কম বয়সী, যে করোভাইরাসে আক্রান্ত হলো। খবর সিবিএস নিউজ।

চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া নেট বলছে, চীনের উহানের একটি হাসপাতালে গেল ২ ফেব্রুয়ারি শিশুটি জন্ম নেয়। উহান থেকেই মারাত্মকভাবে ছড়িয়ে পড়া করোনভাইরাসের প্রাদুর্ভাবের শুরু হয়েছিল।

ইউনিয়ন হাসপাতাল জানায়, শিশুটির জন্মের আগেই তার মায়ের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।

সিনহুয়া নেটের প্রতিবেদন অনুযায়ী, জন্মের সময় শিশুটির ওজন ছিল মাত্র ৭ পাউন্ডের উপর। নবজাতকের জ্বর বা কাশি নেই, তবে শ্বাসকষ্ট রয়েছে। শিশুর বুকের এক্স-রে সংক্রমণের লক্ষণ দেখিয়েছিল এবং লিভারের কার্যক্রমে কিছু অস্বাভাবিকতা ছিল।
সে বর্তমানে স্থিতিশীল অবস্থায় এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

মেডিকেল বিশেষজ্ঞদের মতে, মায়ের শরীর থেকে শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত অন্তত ৫৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই চীনের উহান শহরের বাসিন্দা ছিল। আর এতে কমপক্ষে ২৭ হাজার মানুষের শরীরে সংক্রমিত হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh