• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাসেম সোলায়মানিকে হত্যা

যুক্তরাষ্ট্রের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জানুয়ারি ২০২০, ১৭:৫৫
আয়াতুল্লাহ খামেনি, যুক্তরাষ্ট্র
ইরানের নিউজ সাইট পার্সটুডে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকারী যুক্তরাষ্ট্রের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।

তিনি শুক্রবার সোলায়মানির মৃত্যুতে দেয়া শোকবার্তায় এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে স্থানীয় নিউজ সাইট পার্সটুডে। এছাড়া ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন তিনি।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, বিশ্বের কুচক্রী ও শয়তানি শক্তিগুলোর বিরুদ্ধে অনেক বছর ধরে একনিষ্ঠ ও বীরোচিত জিহাদ চালিয়ে গেছেন জেনারেল কাসেম সোলায়মানি। সোলায়মানি শহিদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন। শেষপর্যন্ত তার এই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে মানবতার সবচেয়ে বড় দুশমন ও অত্যাচারী দেশ যুক্তরাষ্ট্রের হাতে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগের নির্দেশ
---------------------------------------------------------------

খামেনি বলেন, গত কয়েক বছরে জেনারেল সোলায়মানি অক্লান্ত পরিশ্রম করেছেন। পুরস্কার হিসেবে তিনি শহিদ হয়েছেন। সোলায়মানির চলে যাওয়ায় তার রেখে যাওয়া পথ বন্ধ হবে না। সোলায়মানি প্রতিরোধ আন্দোলনের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন। এই কারণেই আন্দোলনে নিবেদিতপ্রাণ প্রত্যেক কর্মী তার শাহাদাতের প্রতিশোধ নিতে প্রস্তুত।

শুক্রবার (৩ জানুয়ারি ২০২০) ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে সোলায়মানির গাড়িবহর লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে সোলায়মানিসহ বেশ কয়েকজন নিহত হন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh