• ঢাকা বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

জার্মানিতে চিড়িয়াখানায় আগুনে পুড়ে ৩০ প্রাণির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জানুয়ারি ২০২০, ১২:৫৪
জার্মানি, নববর্ষ উদযাপন
জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলে

খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের কয়েক ঘণ্টা আগে জার্মানির ডুসেলডর্ফের পাশের শহর ক্রেফেলের চিড়িয়াখানায় রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ত্রিশটির বেশি প্রাণির মৃত্যু হয়েছে।

খবর জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলে এবং যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএনের।

সারারাত ধরে আগুনে পুড়েছে বানরের অভয়ারণ্য। এখানে যে প্রাণিগুলো ছিল, সেগুলোর একটিও বেঁচে নেই বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ফেসবুকে দেয়া এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পাশের গরিলা গার্ডেন এই অগ্নিকাণ্ডের শিকার হয়নি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন। আমরা এখনও বিস্মিত। কোনও সহযোগিতা লাগবে কিনা বা কোথায় লাগতে পারে তা বলতে পারছি না।

এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নববর্ষ উদযাপনের আতশবাজি থেকে এর সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম রাউন্ডেই বিদায় নাদালের
চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে অংশ নেবে জার্মানির যে পাঁচ ক্লাব
ইউরোর জন্য প্রাথমিক দল ঘোষণা নেদারল্যান্ডসের
চমক দিয়ে ইউরোর দল ঘোষণা জার্মানির
X
Fresh