• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দিল্লিতে অগ্নিকাণ্ডে নিহত তিন নারী, আহত দমকলকর্মীসহ পাঁচ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ডিসেম্বর ২০১৯, ২৩:২৭
দিল্লি, অগ্নিকাণ্ড
ভারতের সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)

উত্তরপশ্চিম দিল্লির শালিমারবাগে একটি ফ্ল্যাটের রান্নাঘরে শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে তিন নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দমকলকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। খবর স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনটিতে বলা হয়, এই দমকলকর্মী বাসার ভেতরে আটকে থাকা শিশুদের উদ্ধারের জন্য জানালার কাচ ভাঙতে গিয়ে আহত হন। দমকল বিভাগের মতে, সন্ধ্যা ছয়টার দিকে তারা এই অগ্নিকাণ্ডের খবর পান।

ভারতীয় গণমাধ্যমটি এই প্রতিবেদনে আরও উল্লেখ করে, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আট দমকলকর্মী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তারা প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ জানান, নিচতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। আগুন দ্রুত প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। প্রথম তলা থেকে এক বয়স্ক নারীকে এবং দ্বিতীয় তলা থেকে পাঁচজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের জন্য পেঁয়াজ কিনছে ভারত
‘শেখ মুজিব কেবল বাংলাদেশের বন্ধু নন, তিনি ভারতেরও বন্ধু’
বাংলাদেশি জাহাজ উদ্ধারে অভিযান চালাবে ভারতীয় নৌবাহিনী
ভারতে ফিরলেই গ্রেপ্তার হবেন রাখি
X
Fresh