• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতের সুপ্রিম কোর্টে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ডিসেম্বর ২০১৯, ২২:৫১
নাগরিকত্ব আইন, আসাদুদ্দিন ওয়াইসি
ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস

ভারতের সুপ্রিম কোর্টে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মামলা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি।

শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালে (এএনআই) প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ওয়াইসির আইনজীবী নিজাম পাশার বরাত দিয়ে এএনআই জানায়, এআইএমআইএসের প্রেসিডেন্ট আইনটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন।

হায়দরাবাদ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য সংসদে নাগরিকত্ব (সংশোধনী) বিলের কপি ছিঁড়ে ফেলেন। দেশটির কেন্দ্রীর সরকারের এই পদক্ষেপের অন্যতম বিরোধী ওয়াইসি। এআইএমআইএসের প্রেসিডেন্ট লোকসভার বিতর্কে বলেন, এই বিল মুসলিমদেরকে ‘রাষ্ট্রহীন’ করবে। এটি ভারতীয়দেরকে আরেকটি দেশভাগের দিকে পরিচালিত করবে।

এই আইন অনুযায়ী, ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম সংখ্যালঘুরা অবৈধ অনুপ্রবেশকারী নয়। এসব দেশে থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টানদের কাছে বৈধ কাগজপত্র না থাকলেও তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে এই আইনের অধীনে।

নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৯ গত ৯ ডিসেম্বর লোকসভায় এবং ১১ ডিসেম্বর রাজসভায় পাস হয়। ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ১২ ডিসেম্বর বিলটিতে সই করেন।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh