• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

নাগরিকদের যুক্তরাষ্ট্র সফর না করতে ইরানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ২০:৩৩
ইরান, যুক্তরাষ্ট্র
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের নাগরিকদেরকে বিশেষ করে বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদেরকে যুক্তরাষ্ট্র সফর না করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই আহ্বান জানায় বলে জানিয়েছে স্থানীয় নিউজ পোর্টাল পার্সটুডে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকার ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে ইরানি নাগরিকদের বিশেষ করে বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদেরকে বেআইনিভাবে আটক করছে।

যুক্তরাষ্ট্রে গিয়ে আটক হয়ে এক বছরের বেশি সময় পর গত শনিবার ইরানি বিজ্ঞানী ড. মাসুদ সোলেইমানি দেশে ফিরেছেন। এর পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আহ্বান জানাল।

এই বিজ্ঞানী একটি গবেষণার কাজে যুক্তরাষ্ট্রে যান। তিনি ২০১৮ সালের অক্টোবরে শিকাগো বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।

যুক্তরাষ্ট্রের এক গুপ্তচরকে হস্তান্তর করার বিনিময়ে মাসুদ সোলেইমানিকে দেশে ফিরিয়ে এনেছে ইরান সরকার।

তিনি দেশে ফিরে জানান, যুক্তরাষ্ট্রের কারাগারে তাকে গুরুতর অপরাধীদের সঙ্গে থাকতে দেয়া হয়। তার আশেপাশের বন্দিদের জানানো হয় তিনি একজন সন্ত্রাসী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইরানি বিজ্ঞানীদের অভাবনীয় সাফল্য সহ্য করতে না পেরে এমন অমানবিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু
ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই আ.লীগ: কাদের
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
X
Fresh