logo
  • ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০, ৪ মাঘ ১৪২৭

মুরগি ও বিড়ালের প্রেম, রাস্তায় শুয়ে পরস্পরকে আলিঙ্গন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ৩০ নভেম্বর ২০১৯, ১৮:৩৮ | আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৯:২৩
প্রেমের কোনও সীমানা নেই। কোনও শ্রেণিবিভাগও নেই। প্রেম হলো মুক্ত হাওয়া অনেক মনে খুঁজে পাওয়া নানা হারে কোমল গান্ধার। প্রেমে কোনও যুক্তি বা সূত্র খাটে না। প্রেম অঙ্কে হয় না, রসায়নের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি একেবারে ভাইরাল জ্বরের মতো ডাক্তারও বলতে পারেন না। এর নেই কোনও বিশ্লেষণ।

তবে প্রেমের একটি দিক থাকে, যেটি সবাইকে নির্ণয় করে চলতে হয়। সবাই চললেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। এটিও কম বা বেশি সবারই জানা আছে। এই বিষয়ে যুক্তি বা তর্কের প্রয়োজন পড়ে না। তবে ফেসবুকে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে সবাই রীতিমতো চমকে গেছে।

কারণ প্রেমের সীমানা থাক বা না থাক, যতই অসীম হোক- এমন ঘটনা যে কাউকে শুধু হতবাক নয়, নির্বাক করবে বলাই বাহুল্য। রাস্তায় একটি বিড়াল ও একটি মুরগির পরস্পরকে জড়িয়ে ধরে শুয়ে থাকার এক ভিডিও ফেসবুকে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনের।

কে/সি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়