logo
  • ঢাকা বুধবার, ২০ জানুয়ারি ২০২১, ৬ মাঘ ১৪২৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ নভেম্বর ২০১৯, ১৪:৪২
আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৫:৪৫

দূতাবাসে আমার ছবি টাঙাতে চাননি ইউক্রেনের সাবেক রাষ্ট্রদূত: ট্রাম্প

ছবি সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেরি ইয়োভানোভিচকে সবাই দারুণ বলে, কিন্তু সে দূতাবাসে (ইউক্রেনে মার্কিন দূতাবাস) আমার ছবি টাঙাতে চাননি। সে ওই দূতাবাসের দায়িত্বে ছিলেন। তিনি ছবি টাঙাতে চাননি। আমার ছবি দূতাবাসে টাঙাতে তার দেড় বা দুই বছর লেগেছে।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন। মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ট্রাম্পের এই দাবি অসত্য।

ট্রাম্পের ছবি দূতাবাসে টাঙাতে না চাওয়ার ব্যাপারে ইয়োভানোভিচ যে অস্বীকৃতি জানিয়েছেন কোনও সাক্ষ্য প্রমাণ নেই। বরং ২০১৭ সালে সিএনবিসি এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প শপথ নেয়ার নয় মাসের বেশি সময় পর দূতাবাসসহ বিভিন্ন সরকারি ভবনে তার আনুষ্ঠানিক ছবি পাঠানো হয়।

ট্রাম্প ক্ষমতায় বসার সাত মাসের বেশি সময় পর হোয়াইট হাউজ ওয়াশিংটন পোস্টকে জানায়, ট্রাম্প এখনও ছবি তুলতে পারেননি।

সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসে কাজ করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও বলেছেন, ট্রাম্পের ছবি দূতাবাসে টাঙানোর ব্যাপারে ইয়োভানোভিচ মানা করেননি। ওই কর্মকর্তা বলেন, ২০১৭ সালের শেষদিকে ট্রাম্পের ছবি এসে পৌঁছায়।

আরো পড়ুন

RTV Drama
RTVPLUS