• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীর থেকে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার ৫ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৯, ২২:৪৩
ভারত, কাশ্মীর
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

কাশ্মীরে বরামুলার সোপর এলাকা থেকে শনিবার জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার পাঁচ সদস্যকে আটক করেছে ভারতের পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, এদিন ভারতীয় নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এই পাঁচজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, আটক করা ব্যক্তিদের মধ্যে দুজন সক্রিয়ভাবে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অন্য তিনজন লস্কর-ই-তৈয়বার পোস্টার মডিউল হিসেবে কাজ করতেন। পোস্টার লাগিয়ে মানুষকে ভয় দেখানোই ছিল তাদের কাজ।

গত অক্টোবরে অঞ্চলটিতে ভারতীয় নিরাপত্তা বাহিনী সংগঠনটির সদস্য উফাইদ ফারুক লোনকে নিহত করে। অবন্তিপোরা শহরের কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন তিনি।

পুলিশের দাবি, উপত্যকায় গ্রেনেড হামলাসহ একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল লস্কর-ই-তৈয়বার সদস্য উফাইদ ফারুক লোন। এছাড়া জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করে। বিএসএফ পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

আরো পড়ুন

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh