লাল হয়ে গেছে দক্ষিণ কোরিয়ার ইমজিন নদীর পানি
আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
| ১২ নভেম্বর ২০১৯, ২৩:৪৭ | আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২৩:৫৬

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি
আরো পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের কমান্ডার নিহত
--------------------------------------------------------------- দেশটিতে গত সপ্তাহের শেষে এই শূকর জবাইয়ের অভিযান পরিচালিত হয়। মৃত শূকরগুলো ট্রাকে করে আন্ত-কোরিয়ান সীমান্তবর্তী সমাধিস্থলটিতে ফেলা হয়। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এএসএফ ধরা পড়েছে। ডিমিলিটারাইজড জোন পার উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় আসা শূকরের মাধ্যমে এটি ছড়িয়ে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ায় মে মাসে প্রথম এএসএফ ধরা পড়ে। এরপর এটির সংক্রমণ থেকে বাঁচতে সীমান্তের বেড়া দেয়াসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর কোরিয়া। কে/এসএস