• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতের পরিবেশ রক্ষায় ৮ হাজার কোটি রুপি দেবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৯, ১৭:১৮
ভারত, জার্মানি
ভারতের গণমাধ্যম আনন্দবাজার

ভারতের দিল্লি ও এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন) দূষণে ছেয়ে গেছে। বিষয়টি চোখে পড়েছে দেশটিতে সফরকারী জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের। তাই ভারতের পরিবেশ রক্ষা করতে আগামী পাঁচ বছরে জার্মানি প্রায় আট হাজার কোটি রুপি বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মার্কেল শুক্রবার এই প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম আনন্দবাজার।

তিনি এদিন সংবাদ সম্মেলনে বলেন, ডিজেল গাড়ি সরিয়ে বৈদ্যুতিক গাড়ি আনলে দিল্লির অবস্থা বদলে যাবে। আমরা পরিবেশ রক্ষা করতে ভারতকে সাহায্য করব। শহরে সবুজায়নের ব্যাপারে আমরা উদ্যোগী। এই লক্ষ্যে ভারতকে আট হাজার কোটি রুপি দেবে জার্মানি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যেতে নতুন নিয়ম
---------------------------------------------------------------

শুধু দিল্লির সবুজায়ন নয়, তামিলনাড়ুর গণপরিবহন খাতেও বিনিয়োগ করতে আগ্রহী জার্মানি। মার্কেল বলেন, এই খাতে প্রায় ১৬ লাখ কোটি রুপি বিনিয়োগ করবে জার্মানি। এছাড়া ভবিষ্যতে স্বাস্থ্য, কৃষি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভারতের সঙ্গে কাজ করতে চাই আমরা।

নিষেধাজ্ঞা না মেনে দিল্লিতে আতশবাজি ফোটানোয় বাতাসের মান মারাত্মক অবস্থায় পৌঁছেছে। তাই জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট নিয়োজিত পরিবেশ দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) কর্তৃপক্ষ। আগামী ৫ নভেম্বর পর্যন্ত দিল্লি ও এনসিআরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন অভিনেত্রী
ভারতে লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু
টানা চার হারে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা
বৃষ্টিতে কাটা গেছে ৬ ওভার, পাহাড় সমান লক্ষ্য টাইগ্রেসদের সামনে
X
Fresh