logo
  • ঢাকা শনিবার, ০৬ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৮২৮ জন, মৃত্যু ৩০ জন, সুস্থ ৬৪৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হবে না: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫২
ইরান, যুক্তরাষ্ট্র
ছবি: ইরানের গণমাধ্যম পার্সটুডে
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনও পর্যায়েই আলোচনা হবে না বলে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি।

মঙ্গলবার তেহরানে আলেমদের উচ্চতর ডিগ্রি অর্জনের ক্লাসে গিয়ে তিনি এ কথা জানান বলে জানিয়েছে ইরানি নিউজ সাইট পার্সটুডে।

খামেনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার অর্থ দেশটির কাছে আত্মসমর্পণ করা।

তিনি বলেন, আলোচনায় বসলে যুক্তরাষ্ট্রের দাবিগুলো ইরানের ওপর চাপিয়ে দেয়া হবে। এছাড়া দেশটি বলবে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি প্রয়োগ করে তারা সফল হয়েছে।

ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় এবং প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী কোনও পর্যায়েই আলোচনার টেবিলে বসা হবে না ইরানের পক্ষ থেকে।

অবশ্য তিনি আলোচনার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ২০১৫ সালে সই করা পরমাণু সমঝোতায় ফিরে এলে এর কাঠামোর আওতায় বহুপক্ষীয় আলোচনায় বসবে ইরান।

চলতি মাসের শেষদিকে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের এক ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বৈঠকের বিষয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোতে যখন জল্পনা চলছে, ঠিক তখনই এই কঠোর অবস্থানের কথা জানালেন খামেনি।

কে/এমকে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৬০৩৯১ ১২৮০৪ ৮১১
বিশ্ব ৬৮৪৪৮৩৮ ৩৩৪৮৯৯৮ ৩৯৮১৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়