• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইতালিতে গোবরের ট্যাংকে পড়ে চার ভারতীয়র মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৮
ইতালি, ভারতীয়
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

ইতালির উত্তরাঞ্চলের পাভিয়ার কাছে এক দুগ্ধ খামারের গোবরের ট্যাংকে পড়ে চার ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।

নিহতদের মধ্যে প্রেম সিং এবং তারসেম সিং নামের দুই ভাই এই খামারের মালিক। অপর দুজন হলেন খামারটির কর্মচারী আরমিনদার সিং এবং মাজিনদার সিং।

তারা ট্যাংকটি খালি করছিলেন। এসময় একজন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধারের জন্য অন্যরা ট্যাংকের ভেতর লাফ দিলে সবাই মারা যান বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার তারা দুপুরের খাবার খেতে না যাওয়ায় তাদের স্ত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকটিতে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

পরে দমকলকর্মীরা এসে মৃতদেহগুলো উদ্ধার করেন। তদন্তকারীরা মনে করছেন, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

ইতালির কৃষিমন্ত্রী তেরেসা বেলানোভা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, কর্মস্থলের নিরাপত্তাকে আমরা মানুষের অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করি।

মিলান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত খামারটি। এ নিয়ে চলতি বছর কর্মস্থলে দুর্ঘটনায় দেশটিতে মোট ৪৮৬ জন মারা গেল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

-----------------------------------------------------------------
আরো পড়ুন: কাশ্মীরকে আরেকটা ফিলিস্তিন হওয়া থেকে বাঁচান: জাকির নায়েক
-----------------------------------------------------------------

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
X
Fresh