• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

যেসব দম্পতির দুই সন্তান তারাই প্রকৃত দেশপ্রেমিক: মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ আগস্ট ২০১৯, ১৮:১৪
ভারত, নরেন্দ্র মোদি
ছবি: ভারতের গণমাধ্যম এনডিটিভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যেসব দম্পতির দুই সন্তান, তারাই প্রকৃত দেশপ্রেমিক এবং সম্মান পাওয়ার যোগ্য।

তিনি বৃহস্পতিবার দিল্লির লালকেল্লায় দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

মোদি ভারতের তিন বাহিনী পর্যবেক্ষণের জন্য চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ, সবার জন্য পানি সরবরাহ করতে ‘জল জীবন মিশন’ এবং অবকাঠামো খাতে ১০০ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দেন।

কাশ্মীর ইস্যু সম্পর্কে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং অঞ্চলটিকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার মধ্য দিয়ে সরদার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, যারা ৩৭০ ধারার পক্ষে কথা বলছে, তাদের কাছে জানতে চায় যদি এটা এতটাই জরুরি ছিল, তবে ৭০ বছরে কেন স্থায়ী হলো না?

---------------------------------------------------------------
আরো পড়ুন: কাশ্মীর নিয়ে শুক্রবার বৈঠক করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
----------------------------------------------------------------

তিনি বলেন, গত ৭০ বছরের প্রচেষ্টা শুধু বিচ্ছিন্নতাবাদকে শক্তি জুগিয়েছে, সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে, পরিবারতন্ত্রকে পুষ্ট করেছে এবং দুর্নীতি ও স্বজনপ্রীতিকে শক্তিশালী করেছে।

তিনি আরও বলেন, ৭০ বছরে যা হয়নি, বর্তমান সরকার ৭০ দিনে সেই কাজ করেছে। আজ দেশের সবাই বলতে পারছে ‘এক দেশ এক সংবিধান’।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম
X
Fresh