• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

নরওয়ের মসজিদে বন্দুক হামলা, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ আগস্ট ২০১৯, ২১:৫১
নরওয়ে, মসজিদে বন্দুক হামলা
ছবি: সংগৃহীত

নরওয়ের রাজধানী অসলোর উপকণ্ঠে একটি মসজিদে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী ব্যক্তি মসজিদে ঢুকে গুলি চালালে একজন আহত হয়েছে। শনিবারের ওই হামলার পর পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

অসলো পুলিশ এক টুইট বার্তায় লিখেছে, এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ওই ব্যক্তির আঘাত কতটা গুরুতর তা তাৎক্ষণিক জানা যায়নি। একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

অসলোর উপশহর বায়রুমে শহরের আল-নূর ইসলামিক সেন্টারে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ বলছে, দেখে মনে হচ্ছে- ওই হামলার আর কেউ জড়িত নেই।

তারা জানাচ্ছে, হামলাকারী একজন ‘শ্বেতাঙ্গ’। তবে তাদের কাছে এর চেয়ে বেশি কোনও তথ্য নেই বলেও জানিয়েছে তারা।

মসজিদের প্রধান ইরফান মুস্তাক স্থানীয় একটি গণমাধ্যম বুধস্টিক্কাকে বলেছেন, আমাদের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাকে হামলাকারী একজন শ্বেতাঙ্গ। তিনি হামলার সময় একটি হেলমেট পরে ছিলেন এবং তার গায়ে ইউনিফর্ম ছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুরির দায় স্বীকার করে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
X
Fresh