• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতের সঙ্গে সমঝোতা এক্সপ্রেস স্থগিত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ আগস্ট ২০১৯, ২০:২১
ভারত, পাকিস্তান
ছবি: আনন্দবাজার

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমনের পর এবার দেশটির সঙ্গে সমঝোতা এক্সপ্রেস ট্রেন সার্ভিস স্থগিত করলো পাকিস্তান।

বৃহস্পতিবার পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী শেখ রশিদ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কথা জানান বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য নিউজ।

শেখ রশিদ বলেন, এখন সমঝোতা এক্সপ্রেসের বগিগুলো ঈদ উপলক্ষে যাত্রী বহনের জন্য ব্যবহার করা হবে।

প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেস পাকিস্তানের লাহোর থেকে ওয়াগাহ রেলওয়ে স্টেশন হয়ে ভারতের আটারি যাওয়া-আসা করে।

এর আগে চলতি বছরের প্রথমদিকে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজন বৃদ্ধির কারণে ট্রেন সার্ভিসটি স্থগিত করে দেয়া হয়।

ভারতের নরেন্দ্র মোদি সরকার দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর আবার ট্রেন সার্ভিসটি স্থগিত করা হলো।

---------------------------------------------------------------
আরো পড়ুন: নওয়াজ শরিফের সঙ্গে দেখা করার আগেই মেয়ে গ্রেপ্তার
---------------------------------------------------------------

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, শেখ রশিদ যখন সার্ভিসটি স্থগিতের ঘোষণা দেন, তখন পাকিস্তানের লাহোর থেকে ভারতে আসছিল একটি ট্রেন।

আরও জানায়, ওয়াগাহ সীমান্তে আসার পর পাকিস্তানের চালক, গার্ড এবং অন্যান্য কর্মীরা ভারতে ঢুকতে অস্বীকার করেন। পাশপাশি ভারতীয় চালক ও গার্ড পাঠিয়ে ট্রেন ফেরত নিয়ে যেতে বলে ইসলামাবাদ।

গণমাধ্যমটি জানায়, ট্রেনটিতে ছিলেন প্রায় ১১০ জনেরও বেশি যাত্রী। প্রায় তিন ঘণ্টা ট্রেনের মধ্যেই কার্যত আটকা পড়েন তারা।

এরপর ভারতীয় চালক, গার্ড, কর্মীদের দল সেখানে পৌঁছে ট্রেনটি আটারি পর্যন্ত নিয়ে আসে বলেও উল্লেখ করা হয় গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh