• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাষ্ট্রে এক নারী ঘুম থেকে উঠে দেখলেন হাতে সাপ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ আগস্ট ২০১৯, ১৩:৪৪
যুক্তরাষ্ট্র, হোটেল রুম, সাপ
ছবি: সংগৃহীত

মেলিন্ডা মেজর নামের একজন মার্কিন নারী টেনিসির মেম্ফিসে তার হোটেল রুমে ঘুমিয়ে ছিলেন। কিন্তু শুক্রবার সকালে তিনি অনুভব করেন তার হাতে কিছু নড়াচড়া করছে।

ডাক্তার দেখাতে ন্যাশভিল থেকে মেম্ফিসে এসেছিলেন তিনি। প্রথমে মেলিন্ডা ভেবেছিলেন এটা বোধ হয় তার স্বামীর হাত। কিন্তু পরক্ষণেই মেলিন্ডার মনে হয় তার সঙ্গে তার স্বামী নেই। শেষপর্যন্ত যখন তিনি চোখ খোলেন এবং যা দেখেন তা দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়।

তিনি দেখতে পান, একটি চিকন, সবুজ গার্ডেন স্নেক তার হাতে ওপর।

মেলিন্ডা বলেন, আমি সাপ ভয় পাই। আমি মাকড়শা এবং অন্যান্য অপ্রীতিকর প্রাণী সহ্য করতে পারি; কিন্তু সাপ নয়।

তিনি বলেন, আমি তাৎক্ষণিকভাবে লাফিয়ে উঠি এবং হাত থেকে ঝাড়া দিয়ে সাপটা ফেলে দেই। সাপটি তখন হেডবোর্ডে গিয়ে আঘাত করে এবং তারপর খাটের ওপর পড়ে যায়। পরে মেলিন্ডা তার ‍রুমে থাকা অপর খাটে উঠে পড়েন এবং সাপটির একটি ছবি তোলেন।

কিছুক্ষণ পর সাপটি কম্বলের নিচে ‍ঢুকতে শুরু করে। তখন মেলিন্ডা লাফ দিয়ে রুমে ভেতরে থাকা একটি ডেস্কে উঠে যান এবং পূর্ব মেম্ফিসের হ্যাম্পটন ইন ওয়ালনাট গ্রুভ নামের ওই হোটেলের ফ্রন্টডেস্কে ফোন দেন।

----------------------------------------------------------------------------------------
আরো পড়ুন: জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ইমরানের
---------------------------------------------------------------------------------------

মেলিন্ডা জানান, একটু পরই হোটেলের স্টাফরা তার রুমে আসেন এবং তাকে বের করে নিয়ে যান। এর কিছুক্ষণ হোটেলের ম্যানেজার মেলিন্ডার রুমে ঢুকেন এবং পেস্ট কন্ট্রোলের লোকজনদের ফোন দেন।

সিএনএনের কাছে এ ঘটনার সত্যতা স্বীকার করেছে হ্যাম্পটন ইন ওয়ালনাট গ্রুভ। তবে ‘সবকিছু এখন ঠিক হয়ে গেছে’ বলেও জানান তারা।

নিজের অভিজ্ঞতা সম্পর্কে মেলিন্ডা বলেন, এটা খুবই খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল।

তবে এমন ভীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হলেও ভবিষ্যতে তিনি এই হোটেলে থাকবেন বলে জানিয়েছেন। তিনি জানান, আমি বহু বছর ধরে এই হোটেলে থাকছি এবং অবশ্যই এই হোটেলে থাকবো।

মেলিন্ডা বলেন, আমি সাপ খুবই ভয় পাই; হোটেল কর্তৃপক্ষ খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা খুব সহায়তা করেছে।

এ/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
'ড. ইউনূসকে হয়রানিতে নষ্ট হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক'
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ‘ঐতিহাসিক’ সিরিজের সূচি প্রকাশ
X
Fresh