• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

আরটিভি নিউজ

  ০২ মে ২০২৪, ১৮:৩৫
ফাইল ছবি

তিন দিন পতনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন হলেও এবার তা বেড়েছে।

বৃহস্পতিবার (২ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা শূন্য দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা শূন্য দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ২৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ব্যারেলপ্রতি ৬৯ সেন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম।

এর আগে তেলের দাম ৩ শতাংশের বেশি কমে বুধবার (১ মে) সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন হয়।

জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার ফলে তেলের দাম কমে। এর ফলে চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হতে পারে। একই সঙ্গে তেলের চাহিদাও কমতে পারে।

মন্তব্য করুন

  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেই চলেছে জ্বালানি তেলের দাম, নেপথ্যে কী
ডিজেল ও কেরোসিনের নতুন দাম নির্ধারণ
পাচার হচ্ছে জ্বালানি তেলসহ নানা পণ্য, আসছে মাদক
মোংলায় পাচার হওয়া বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ