logo
  • ঢাকা শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ৩ কার্তিক ১৪২৬

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

আন্তর্জাতিক ডেস্ক
|  ০৪ আগস্ট ২০১৯, ১৮:২৬ | আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৮:৪৮
জাপান, ভূমিকম্প
প্রতীকী ছবি
জাপানের ফুকুশিমায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পের তীব্রতা এতটা ছিল যে, তা প্রায় ২৫০ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ওই ভূমিকম্পটি কেন্দ্রস্থল ফুকুশিমা প্রিফেকচার উপকূল থেকে দূরে ছিল এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ৫০ কিলোমিটার।

শক্তিশালী ওই ভূমিকম্পটি আঘাত হানলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। একই সঙ্গে কোনও সুনামি সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি বিশ্বের অন্যতম সিসমিক সক্রিয় অঞ্চলে অবস্থিত। বিশ্বের মধ্যে রিখটার স্কেলে ৬ মাত্রা বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের ২০ ভাগই জাপানে আঘাত হানে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ফিলিপিন্সে তিনটি ফেরিডুবির ঘটনায় নিহত ৩১
---------------------------------------------------------------

এর আগে ২০১১ সালে জাপানের ফুকুশিয়ায় ৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্প আঘাত হানার পর সুনামি হলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়