• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিলিপিন্সে তিনটি ফেরিডুবির ঘটনায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ আগস্ট ২০১৯, ১৭:২০
ফিলিপিন্স, ফেরিডুবি
ছবি: সংগৃহীত

ফিলিপিন্সে খারাপ আবহাওয়ার কারণে তিনটি ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ডের একজন কর্মকর্তা। শনিবার মধ্যাঞ্চলীয় গুইমারাস দ্বীপ ও ইলোইলো প্রদেশে ওই তিনটি ফেরি ডুবে যায়।

ফিলিপিন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ওই তিনটি ফেরিতে ৯৬ জন যাত্রী ও ক্রু ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেগুলো উল্টে যায়।

ফিলিপিন্সের কোস্টগার্ডের মুখপাত্র কমান্ডার আর্মান্ড বালিও বলেছেন, এখনও নিখোঁজ তিনজনকে খুঁজে বের করতে অভিযান চলছে। তবে বাকি যাত্রী ও ক্রুদের উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে শনিবার দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তারা ওই তিনটি ফেরিডুবির ঘটনায় ১১ জন নিহত হওয়ার খবর জানিয়েছিলেন।

বালিও বলেন, দুটি ফেরিতে যাত্রী থাকলেও তৃতীয় ফেরিতে কোনও যাত্রী ছিল না। ওই ফেরিতে পাঁচজন ক্রু ছিল এবং তাদের উদ্ধার করা হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: টেক্সাসের পর এবার ওহাইওতে হামলা, বন্দুকধারীসহ নিহত ১০
---------------------------------------------------------------

এদিকে কোস্টগার্ড নিহতের সংখ্যা ৩১ জন বললেও ইলোইলোর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মৃতের সংখ্যা ২৫ বলে জানিয়েছে।

দ্বীপপুঞ্জ রাষ্ট্র ফিলিপিন্সে প্রতি বছর ফেরিডুবির ঘটনায় বহু লোকের মৃত্যু হয়। সাত হাজার ১০০ দ্বীপের দেশ ফিলিপিন্সের নৌ নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেরিডুবি : রজনীগন্ধা ফেরির দ্বিতীয় মাস্টার বরখাস্ত 
রজনীগন্ধা ফেরিডুবি : ৫ দিন পর ইঞ্জিন চালকের মরদেহ উদ্ধার
পদ্মায় ফেরিডুবি : পাটুরিয়ায় পৌঁছেছে ঝিনাই-১
পদ্মায় ফেরিডুবি : আরেকটি ট্রাক উদ্ধার 
X
Fresh