• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ আগস্ট ২০১৯, ০৩:৩৬
জাভেদ জারিফ, যুক্তরাষ্ট্র
ছবি: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন

যুক্তরাষ্ট্র বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে নিষিদ্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সিএনএন।

দেশটির প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির পক্ষে কাজ করায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পদটিকে নিষিদ্ধ করা হয়েছে। গত জুনে খামেনেয়িকে নিষিদ্ধ করা হয়।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদেরকে জানান, আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

আরেক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, ইরানের ‘প্রাথমিক মুখপাত্র’ হিসেবে দেশটির সর্বোচ্চ নেতার বেপরোয়া এজেন্ডা বাস্তবায়ন করছেন জারিফ।

এই কর্মকর্তা বলেন, ইরানের সাম্প্রতিক ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আচরণের প্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নিষিদ্ধ করা হলো।

গত ১২ জুলাই গণমাধ্যমটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে নিষিদ্ধ করবে না যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প জারিফকে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানান দেশটির অর্থমন্ত্রী স্টেভেন মিউচিন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ওসামা বিন লাদেনের ছেলে মারা গেছেন
---------------------------------------------------------------------

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি অনুসারে, এই নিষেধাজ্ঞা অনুসারে দেশটিতে থাকা জারিফের সব সম্পত্তি ও এসব সম্পত্তির লভ্যাংশ এবং দেশটির কোনও নাগরিকের সম্পত্তিতে তার মালিকানা বা নিয়ন্ত্রণ ব্লক করা হবে।

দেশটির একজন কর্মকর্তা এক প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের আগের প্রশাসন পরমাণু সমঝোতার জন্য জারিফের সঙ্গে যোগাযোগ করতো। আপনার নিশ্চয় জানা আছে যে আমরা জেসিপিওএ থেকে বেরিয়ে গেছি।

এই কর্মকর্তা আরও বলেন, এখন যুক্তরাষ্ট্র আর তার সঙ্গে যোগাযোগ করবে না। যদি ভবিষ্যতে সমঝোতার বিষয় সামনে আসে, তবে যুক্তরাষ্ট্র একজন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীর সঙ্গে যোগাযোগ করবে।

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
X
Fresh