• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে বোমার বিস্ফোরণে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জুলাই ২০১৯, ১২:৫৩
আফগানিস্তান, যাত্রীবাহী বাস, বোমার বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে হেরাত-কান্দাহার মহাসড়কের রাস্তার পাশে পুঁতে রাখার বোমার বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, বুধবার সকালের ওই বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খবর টেলো নিউজের।

হেরাত হাসপাতালের একজন কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মাদি জানিয়েছেন, একটি যাত্রীবাহী বাস শাউইজ এলাকা দিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি জানান, ওই বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাত থেকে ফারাহ প্রদেশে যাচ্ছিল।

হাসপাতালের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এদিকে কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে তারা। তবে এখনও পর্যন্ত কেউ ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে গতকাল মঙ্গলবার কান্দাহারে একটি বাজারে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন শিশু নিহত হয়। এরও তিনদিন আগে আফগানিস্তানে পূর্ব গজনিতে শনিবার গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে।

সরকারি মুখপাত্র আরেফ নুরি জানান, পূর্ব গজনির আবান্দে পুলিশ স্টেশনে কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এর ফলে তিনজন প্রাণ হারায়। আহত হয় আরও অন্তত ১২ জন।

আরও পড়ুন

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে বাস উল্টে নিহত অন্তত ২০
ছয় অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আফগানিস্তানে মসজিদে ঢুকে হামলা, নামাজরত ৬ জনের মৃত্যু
পেরুতে ৬৫০ ফুট গভীর খাদে যাত্রীবাহী বাস, নিহত ২৫
X
Fresh