• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কায় অতিরিক্ত সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুলাই ২০১৯, ০১:২২
কাশ্মীর হামলা সন্ত্রাসী হামলা
কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কায় অতিরিক্ত সেনা মোতায়েন

ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কায় কাশ্মীরে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। সেনারা অঞ্চলটিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলবে বলেও ওইসব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারের শীর্ষ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, কাশ্মীরে হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন। এমন খবর পাওয়ার পরই কাশ্মীর উপত্যকার নিরাপত্তা খতিয়ে দেখতে জরুরি বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। যাবতীয় পর্যালোচনার পর অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

গোয়েন্দাদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, কাশ্মীরে সফলভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার পর ভারতের মাটিতে ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনা করছে পাক সন্ত্রাসবাদী সংগঠন। এ বছর নির্বিঘ্ন অমরনাথযাত্রা ও সেখানে রেকর্ড সংখ্যক তীর্থযাত্রীর উপস্থিতিকেও সন্ত্রাসবাদীরা ভালো চোখে দেখেনি।

এসব কারণে কাশ্মীরে ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh