• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নেপালে ভূমিধসে নিহত ১১ নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুলাই ২০১৯, ০১:০২
নেপাল, ভূমিধস
ছবি: ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল(এএনআই)

নেপালের পশ্চিমাঞ্চলীয় গুলমি জেলায় টানা বর্ষণের সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার কমপক্ষে ১১ জন নিহত এবং দুজন নিখোঁজ হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।

নিহতরা হলেন- চাল্লি (৬৫), কাম্বু (২৮), নির্মলা (২৫), অঞ্জলি (১২), হেমন্ত (১০), শিবানি (৭), তারা (৮), সুমন (৬), তিলকুমারি (৩২), দর্শন (৯) ও দুর্গা (৬৩)।

জেলাটির সত্যবতী রুরাল মিউনিসিপালিটির ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে এই ভূমিধসের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

নেপালের আর্মি এবং পুলিশ কর্মকর্তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালায়। আবার ভূমিধসের ঘটনা ঘটলে এখানকার ২০০ বসতবাড়ি ভেসে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সত্যবতী-থ্রি রুরাল মিউনিসিপালিটির চেয়ারম্যান পরিশ্বর ধকল জানান, টানা বর্ষণের ফলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

তিনি আরও বলেন, নেপাল পুলিশ ও নেপাল আর্মির পাশাপাশি স্থানীয়রা এই অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশগ্রহণ করে।

স্থানীয়দের বসতবাড়ি ভূমিধসের ফলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে তারা একটি স্কুলে আশ্রয় নিয়েছে বলেও উল্লেখ করেছে সংবাদ সংস্থাটি।

আরও পড়ুন

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-নেপালের বিদ্যমান বাণিজ্য সম্পর্কে সন্তুষ্টি সচিবদের
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু
বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ভারত ও নেপালকে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ 
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
X
Fresh